(নাগরিকদেরকে প্রদেয় সেবা ও সুবিধাদি)
ক্রমিক নং |
প্রদেয় সেবা/সুবিধা |
নাগরিকগণ যেভাবে সেবা/সুবিধা পাবেন |
যাঁর সাথে যোগাযোগ করবেন |
সেবা প্রাপ্তিতে বিলম্ব বা হয়রানী হলে যাঁকে জানাবেন |
১. |
শিক্ষা বৃত্তি |
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নির্ধারিত ফরমে নিজ স্বাক্ষরে আবেদন দাখিল করবেন। |
প্রধান সহকারী/ষাঁটলিপিকার |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
২. |
যোগাযোগ অবকাঠামো, শিক্ষা, ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক, জনস্বাস্থ্য ইত্যাদি উন্নয়নমূলক প্রকল্প |
সংশিস্নষ্ট জাতীয় সংসদ সদস্যদের সুপারিশের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হয়। টেন্ডার প্রক্রিয়া বা প্রকল্প বাসত্মবায়ন কমিটির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হয়। |
অনুমোদিত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকৌশল শাখা |
সহকারী প্রকৌশলী/প্রধান নির্বাহী কর্মকর্তা |
৩. |
জেলা পরিষদের মালিকানাধীন পুকুর এবং খেয়াঘাট ইজারা |
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে টেন্ডার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে হবে। |
প্রধান সহকারী/উচ্চমান সহকারী-2 |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
৪. |
ডাকবাংলোতে সাময়িক আবাসন সুবিধা |
ব্যক্তিগতভাবে লিখিত বা টেলিফোনে যোগাযোগ করতে হবে। |
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ডাকবাংলোর দারোয়ান-কাম-কেয়ারটেকার |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
৫. |
জেলা পরিষদের মিলনায়তন/অডিটরিয়াম ভাড়ায় ব্যবহারের সুযোগ |
ব্যক্তিগতভাবে লিখিত বা টেলিফোনে যোগাযোগ করতে হবে। |
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট দারোয়ান-কাম-কেয়ারটেকার |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
৬. |
জেলা পরিষদ সুপার মার্কেটে দোকান বরাদ্দ প্রদান |
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে টেন্ডার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে হবে। |
প্রকৌশল শাখা/প্রধান সহকারী |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
৭. |
ঠিকাদারী লাইসেন্স প্রদান |
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত করতে হবে। |
সহকারী প্রকৌশলী |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
৮. |
ঠিকাদারী লাইসেন্স নবায়ন |
অর্থ বছরের শুরুতে নির্ধারিত ফি জমাদান করতে হবে। |
নিম্নমান সহকারী/উচ্চমান সহকারী-1 |
সহকারী প্রকৌশলী/সচিব |
৯. |
ঠিকাদারী বিল পরিশোধ |
প্রাক্কলন মোতাবেক প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন করে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকল্প পরিদর্শন করিয়ে বিল প্রাপ্তির জন্য দরখাস্ত করতে হবে। |
সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
১০. |
পারফরমেন্স সিকিউরিটি ও জামানত ফেরত প্রদান |
কাজ সমাপ্তির ও বিল গ্রহণের নির্ধারিত সময়ের পরে দরখাস্ত করতে হবে। |
সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
১১. |
ক্রীড়া/সংস্কৃতি/জাতীয় কর্মসূচী/ ধর্মীয়/সামাজিক কল্যাণমূলক খাতে সহায়তা করণ |
প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত করতে হবে (পেশাদার টাউট/পেশাদার সুবিধা গ্রহণকারীদের আবেদন অগ্রাহ্য হবে)। বাজেটে বরাদ্দ সাপেক্ষে এবং জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির অনুমোদন সাপেক্ষে। |
হিসাবরক্ষক/উচ্চমান সহকারী-১ |
সচিব/প্রধান নির্বাহী কর্মকর্তা |
১২. |
বিবিধ |
সরাসরি সাক্ষাৎ, পত্র বা টেলিফোনে যোগাযোগ |
সচিব/সহকারী প্রকৌশলী |
প্রধান নির্বাহী কর্মকর্তা/ চেয়ারম্যান |
জেলা পরিষদের সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামের নাম : জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটি।